সূচিপত্র
প্রিয় শিক্ষার্থী পাঠক বৃন্দ! আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন। আজ আমরা শরহে বেকায়া জামাতের সকল কিতাবের পিডিএফ ডাউনলোড লিংক শেয়ার করব। যেখান থেকে আপনি খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন আপনার কাঙ্খিত কিতাবগুলো।
অবশ্যই আপনি জেনে থাকবেন, কওমি মাদ্রাসার দরসে নিজামীতে শরহে বেকায়া একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য জামাত। জেনারেল লাইনে এই জামাতের মানদন্ড হলো HSC সমপর্যায়ের। তো যাই হোক আজকের পোস্টে আমরা শরহে বেকায়াজামাতের সবগুলো কিতাবের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরব। এবং সবগুলো কিতাবের পিডিএফ ডাউনলোড লিংক শেয়ার করব।
শরহে বেকায়া জামাতের সবগুলো কিতাব
শরহে বেকায়া জামাতের সবগুলো কিতাব ডাউনলোড করার লিংক নিচে সুন্দরভাবে উপস্থাপনা করা হবে পাশাপাশি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হবে আশা করি স্বচ্ছন্দে আপনারা কিতাবগুলোর pdf ডাউনলোড করতে পারবেন।
শরহে বেকায়া
শরহে বেকায়া এই কিতাবটি দরসে নিজামীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব টি ফিকাশ শাস্ত্রের একটি উল্লেখযোগ্য কর্ম হিসেবে বিবেচিত হয় এমনকি এই কিতাবটির গুরুত্ব এথেকেই সবচেয়ে বেশি বুঝে আসে মে, এই কিতাবের নামেই এই জামাতের নামকরণ করা হয়েছে।
নুরুল আনওয়ার
নুরুল আনোয়ার এই কিতাবটি দরসে নিজামীর ফিকহে হানাফির অসুল শাস্ত্রের উপর লিখিত একটি অনন্য কিতাব। কিতাবটি মোট দুই খন্ডে রচিত ।প্রথম খন্ড শরহে বেকায়া জামাতে পড়ানো হয়। আর দ্বিতীয় খন্ড জালালাইন জামাতে পড়ানো হয়। আমরা এখানে প্রথম খন্ডটি শেয়ার করব, যা বহ্সে কিতাবুল্লাহ সম্পর্কে লিখিত।
আত্ তারিক্ব ইলাল ইনশা (الطريق الى الانشاء) ৩য় খন্ড
এই কিতাবটি আরবি ইনশাহ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ কিতাব। কিতাবটি মোট তিন খন্ডে বিভক্ত। এখানে আমরা তৃতীয় খন্ডটি শেয়ার করছি। যা শরহে বেকায়া জামাতে পড়ানো হয়। বাকি দুই খন্ড শরহে জামি ও কাফিয়া জামাতে পড়ানো হয়
মুখতাসারুল মা'আনী ১ম খন্ড
এই কিতাবটি বলাঘাত শাস্ত্রের সবচেয়ে কঠিন ও দুর্বোধ্য কিতাব হিসেবে বেশ পরিচিত। কিতাবটি দরসে নিজামীর বালাগাত শাস্ত্রের সর্বশেষ কিতাব। কিতাবটি মোট দুই খন্ডে লিখিত। কিতাবটির মুসান্নিফ আল্লামা তাফতাযানী রহমতুল্লাহি আলাইহি খুবই প্রসিদ্ধ একজন ব্যক্তিত্ব। কিতাবটির প্রথম খন্ড দরসে নিজামীর শরহে বেকায়া জামাতে পড়ানো হয়। আবার কোন কোন মাদ্রাসায় এই কিতাবের দ্বিতীয় খন্ডটি জালালাইন জামাতে পড়ানো হয়।
মুখতাসারুল মা'আনী ১ম খন্ড মুখতাসারুল মা'আনী২য় খন্ড
সিরাজী
সিরাজী এই কিতাবটি মিরাছ বন্টন শাস্ত্রের দরসে নিজামীর প্রথম এবং সর্বশেষ কিতাব। এটিই একমাত্র কিতাব যা দরসে নিজামিতে একটি ফোনের উপর একটিমাত্র। কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমনিভাবে এই ফোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাকামাতে হারীরী
এই কিতাবটি আরবি আদব শাস্ত্রের দরসে নিজামীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। কিতাবটিতে আরবি আদব শাস্ত্রের অত্যন্ত সুন্দর ও মোহনীয় রূপ ফুটে উঠেছে। কিতাবটির আরবি তা'বির ও শব্দগুলো খুবই উচ্চ মানের।
তরজমাতুল কোরআন
শরহে বেকায়া জামাতে পবিত্র কুরআনে কারীমের তরজমা এর প্রথম আংশিক পড়ানো হয়ে থাকে। সে হিসেবে আমরা কুরআন তরজমার জন্য উল্লেখযোগ্য ও গ্রহণযোগ্য কিছু তরজমার কিতাব, যেমন আনোয়ারুল কুরআন ও মারেফ মারিফুল কোরআন এ দুটি কিতাব এর পিডিএফ ডাউনলোড লিংক শেয়ার করছি।
তফসীরে মা আরেফুল কোরআন ১ম খন্ড
তফসীরে মা আরেফুল কোরআন ২য় খন্ড
তফসীরে মা আরেফুল কোরআন ৩য় খন্ড
তফসীরে মা আরেফুল কোরআন ৪র্থ খন্ড
তফসীরে মা আরেফুল কোরআন ৫ম খন্ড
তফসীরে মা আরেফুল কোরআন ৬ষ্ট খন্ড
তফসীরে মা আরেফুল কোরআন ৭ম খন্ড
তফসীরে মা আরেফুল কোরআন ৮ম খন্ড
শেষ কথা
আশা করি আমরা তাকমীল/দাওরা জামাতের যে কিতাবগুলোর পিডিএফ ডাউনলোড লিংক শেয়ার করেছি, তা থেকে আপনারা সহজেই কিতাব গুলো ডাউনলোড করতে পেরেছেন। এখানে ডাউনলোড করতে একটু প্রসেসিং হয়, ১০ - ২০ সেকেন্ডের মত সময় লাগে।
আশা করি ডাউনলোড করতে আপনাদের কোন ধরনের কোন সমস্যা হবে না। কোন প্রবলেম ফেস করতে হবে না। সম্পূর্ণ ফ্রিতেই সুন্দর UI-তে আপনি পিডিএফ গুলোর ডাউনলোড করতে পেরেছেন। যদি কোন লিংকে কোন সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানান কিংবা সরাসরি আমাদেরকে ইমেইল করুন। আপনার সকল সমস্যা সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ।
Rate This Article
Thanks for reading: শরহে বেকায়া জামাতের কিতাব pdf ডাউনলোড - কওমী মাদ্রাসা, দরসে নেজামী সকল কিতাব pdf, Sorry, my English is bad:)