মাওলানা মুহিউদ্দীন খান রহ: এর জীবনী। Maulana Muhiuddin Khan biography। alfamito blog

মাওলানা মুহিউদ্দীন খান রহ: এর জীবনী। Maulana Muhiuddin Khan biography। alfamito blog
Alfamito Blog
সূচিপত্র

বাংলাদেশে ইসলামি সাহিত্যের প্রবাদপুরুষ, অগ্রপথিক, ইসলামি রেনেসাঁর অগ্রদূত, নন্দিত অনুবাদক, শেকড়সন্ধানী লেখক ও সফল সম্পাদক— একসঙ্গে সবক'টি বিশেষণের স্বার্থক অধিকারী ব্যক্তিত্ব খুঁজতে গেলে মনের ক্যানভাসে প্রথমেই যার নামটি ভেসে ওঠে, তিনি মাওলানা মুহিউদ্দীন খান। বাংলাভাষায় ইসলামচর্চা ও অনুবাদশাখাকে বিকশিত করার ক্ষেত্রে যে ক্ষণজন্মা ব্যক্তিত্বের নাম না নিলে নয় তিনি মাওলানা মুহিউদ্দীন খান। নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন ইসলামের প্রচার-প্রসারের জন্য। বাংলাভাষায় ইসলামি সাহিত্যরচনা, সম্পাদনা ও প্রকাশনার ক্ষেত্রে অনন্য ও অসাধারণ ভূমিকা পালন করেছেন আজীবন। 

মাওলানা মুহিউদ্দীন খান রহ: এর জীবনী

মাওলানা মুহিউদ্দীন খান রহ: এর জীবনী

প্রশ্ন উত্তর
নাম মুহিউদ্দিন খান
শিক্ষা ঢাকা আলিয়া
আদি নিবাস ময়মনসিংহ
জন্মস্থান ছয়চির, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
প্রসিদ্ধ কীর্তি "মাসিক মদিনা"র সম্পাদনা
পিতা হাকীম মাওলানা আনসার উদ্দীন খান
মাতা রাবেয়া খাতুন
জন্ম ১৯ এপ্রিল ১৯৩৫ খ্রি।
মৃত্যু ২৫ জুন ২০১৬ খ্রি।
সন্তান ৩ ছেলে ও ২ মেয়ে

মুহিউদ্দীন খান রহ: এর জন্ম 

মাওলানা মুহিউদ্দীন খান। জন্ম ৭ বৈশাখ ১৩৪২ বাংলা, জুমআর আজানের সময় ময়মনসিংহের মাতুলালয়ে। ইসলামি সাহিত্য সাংবাদিকতা জগতে তিনি জীবন্ত কিংবদন্তি। বাংলাভাষায় সিরাতচর্চা প্রবর্তন, মাআরেফুল কোরআনের অনুবাদ, ইসলামের মৌলিক বিষয়গুলো দুষ্প্রাপ্য ও উচ্চাঙ্গের কিতাবাদি সহজ-সরল, সাবলীল ভাষায় সবার বোধগম্য করে প্রকাশ করে তিনি বাংলা ভাষাভাষী মানুষের মনে এক অনন্য স্থান দখল করে আছেন। এছাড়া বংলাদেশের ইসলামি রাজনীতি, তাহজিব তামাদ্দুনের তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। জাতির এক মহান পথপ্রদর্শক।

কর্মজীবন এবং উল্লেখযোগ্য কর্ম সমূহ

মহিউদ্দিন খান রাহ. তার জীবনের শুরু-ভাগ থেকেই সাংবাদিকতা এবং বাংলা সাহিত্যের প্রতি ঝুকে পড়েন এবং ছাত্র জীবনেই তিনি লেখালেখিতে নিয়োজিত হন। ১৯৬০ থেকে নিয়ে শুরু করে ১৯৭০ পর্যন্ত মাসিক দিশারী ও সাপ্তাহিক নয়া জমানার সম্পাদনা করেন এবং সর্বশেষ ১৯৭১ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মাসিক মদিনার সম্পাদক হিসাবে নিয়োজিত থাকেন।

ফাউন্ডেশন প্রতিষ্ঠা

পাকিস্তান আমলেই তিনি ঢাকাতে প্রকাশনা ও গবেষণার জন্য ইসলামি একাডেমি নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সরকার যা পরবর্তীতে অধিগ্রহণ করে। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর এ প্রতিষ্ঠানটিকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন নামে রূপান্তরিত করেন।

আধুনিক বাংলা ইসলামি সাহিত্যের নির্মাতা

আধুনিক বাংলা ভাষা ও সাহিত্যে ইসলাম চর্চার পথিকৃৎ ছিলেন তিনি। তাকে অনুসরণ করে এবং তার পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে এদেশে অসংখ্য লেখক, অনুবাদক ও গবেষক তৈরি হয়েছে।

মাসিক মদীনা

বাংলাদেশের সম্ভ্রান্ত এমন কোনো মুসলিম পরিবার পাওয়া যাবে না যাদের ঘরে ‘মাসিক মদীনা'র একটি কপি পৌঁছেনি। ষাটের দশকের প্রথম দিকে ১৯৬১ সালে তার প্রতিষ্ঠিত 'মাসিক মদীনা' পত্রিকা এদেশের সবচেয়ে বহুল প্রচারিত জনপ্রিয় বাংলা পত্রিকা। দেশে বিদেশে যার পাঠকসংখ্যা কয়েক লাখ। বাংলাভাষায় ইসলামি পত্রিকার নতুন এই ধারার পথপ্রদর্শক তিনি। তার অমর কীর্তি ‘মাসিক মদীনা'র অনুকরণে অনেকগুলো ইসলামি ম্যাগাজিন এদেশে পরবর্তীতে চালু হয়।

সাপ্তাহিক মুসলিম জাহান উম্মাহর চিন্তা ও বাঙালি মুসলমানের সুখ-দুঃখের কথা ফুটিয়ে তুলতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সাপ্তাহিক মুসলিম জাহান। এটিই বাংলা ভাষা ও সাংবাদিকতায় ইসলামি ধারার প্রথম কোনো সাপ্তাহিক।

তার স্বপ্ন ছিলো দৈনিক মুসলিম জাহান তৈরির। সামাজিক বৈরী পরিবেশ ও রাজনৈতিক হিংস্রতার ফলে দৈনিক মুসলিম জাহান প্রতিষ্ঠা না করতে পারলেও সাপ্তাহিক মুসলিম জাহানের মাধ্যমে যে কর্মীবাহিনী ও কলমসৈনিক তিনি তৈরি করেছিলেন, তারাই পরবর্তীতে জাতীয় দৈনিক ও মিডিয়াতে কাজ করে যাচ্ছেন।

মদীনা পাবলিকেশন্স তার অমর কীর্তি ঐতিহ্যবাহী মদীনা পাবলিকেশন্স। মকসুদুল মুমিন আর নেয়ামুল কোরআনের অশুদ্ধ পাঠ-চর্চা থেকে তিনি এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাঙালি মুসলমানকে পরিচয় করিয়ে দিয়েছেন ইসলামি বিশ্ব সাহিত্যের বিশাল ভাণ্ডারের সাথে। শুধু ইসলামি বইকে বটতলা থেকে আধুনিককরণই করেননি, বরং আজ থেকে অর্ধ শতাব্দী আগে এমন মান ও শৈল্পিকতার সাথে ইসলামি বইয়ের সমাহার নিয়ে একটি প্রকাশনীর যাত্রা করলেন তখন বাম পাড়াতেও এমন মান সম্পন্ন প্রকাশনা চোখে পড়তো না।

মদীনা পাবলিকেশন্স-এর পথ ধরে পরবর্তীতে শত শত ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। বাংলাবাজারে ইসলামি টাওয়ার আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল ইসলামি বইয়ের সম্ভার নিয়ে। এর পেছনে যে মানুষটি শক্তি সাহস ও প্রেরণা হিসেবে কাজ করেছেন, তিনি মাওলানা মুহিউদ্দীন খান। মদীনা পাবলিকেশন্স শুধু বাংলা একাডেমি একুশে বইমেলাতেই নয়, কলকতা ও সৌদি বইমেলাতেও অংশগ্রহণ করে বাংলাভাষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে।

রাবেতা আল-আলম আল-ইসলামি

বিশ্বের বরেণ্য ইসলামি স্কলার ও পণ্ডিতদের আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের তিনি বাংলাদেশের পক্ষ থেকে প্রথম সদস্য। দীর্ঘদিন রাবেতার মতো গুরুত্বপূর্ণ বিশ্ব সংস্থার নির্বাহী পর্ষদের দায়িত্ব পালন করেছেন। ফলে আরব বিশ্ব ও বিশ্বের বড় বড় পণ্ডিতদের সাথে তার কাজ করার সুযোগ হয়েছে। রাবেতার মাধ্যমে এদেশে অসংখ্য মসজিদ-মাদরাসা ও দাতব্য চিকিৎসালয় তিনি তৈরি করতে সহায়তা করেছেন।

বিনামূল্যে কোরআন বিতরণ

সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের সৌজন্যে সংক্ষিপ্ত মাআরেফুল কোরআনের অনুবাদ ও কোরআন শরিফ মাওলানা মুহিউদ্দীন খানের তত্ত্বাবধানে বাংলা ভাষাভাষী মানুষদের জন্য কোটি কপি বিনামূল্যে কয়েক যুগ ব্যাপী বিতরণ করা হয়। যা মাওলানা খানের এক অসামান্য মকবুল খেদমত।

মদিনা ইউনিভার্সিটির স্কলার বিশ্বখ্যাত মদিনা ইউনিভার্সিটির একজন সম্মানিত স্কলার ও ভিজিটিং প্রফেসর ছিলেন মাওলানা মুহিউদ্দীন খান। তার সত্যায়ন ও সুপারিশে অগণিত বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী আল-আজহার কিংবা মদিনা। বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুযোগ পেয়েছে। যা বাংলাদেশের শিক্ষাখাতে এক অসামান্য অবদান তৈরি করেছে।

নওমুসলিম পুনর্বাসন

প্রায় তিন শতাধিক পরিবার মাওলানা মুহিউদ্দীন খান রহ.-এর হাতে ইসলাম গ্রহণ করে। তিনি দাওয়াতের মিশন নিয়ে আফ্রিকাসহ পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। কাজ করেছেন দীর্ঘকাল বাংলাদেশের পার্বত্য এলাকায় তওহিদ মিশন নিয়ে।

উপজাতি নওমুসলিমদের মাথার ওপর তিনি ছিলেন সুবিশাল এক বটের ছায়া। শতাধিক নওমুসলিম পরিবারকে তিনি স্থায়ীভাবে পুনর্বাসন করেছিলেন। তাদের জন্য তিনি গড়ে তুলেছিলেন 'তাওহিদ মিশন' নামে একটি সেবামূলক দীনি প্রতিষ্ঠান। আজ তিনি নেই। তার হাতে ইসলাম গ্রহণকারীর হাজার হাজার মানুষ এতিমের মতো তাকিয়ে আছে জাতির দিকে।

অনুবাদ ও গ্রন্থনা

তার লিখিত মৌলিক-অনুবাদ গ্রন্থের সংখ্যা একশো পাঁচ। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহ. লিখিত পৃথিবীবিখ্যাত বই “এহইয়াউ উলুমিদ্দিন'-এর অনুবাদ। আর পাঠক বৃন্দ সকলেই জানেন, গাজালি রহ.-এর এ বইটি পৃথিবীর ইতিহাসে মানবরচিত সর্বাধিক পঠিত গ্রন্থ। 

মাওলানা আবুল কালাম আজাদের ‘ইনসানিয়ত মওত কে দরওয়াজে পর’ (জীবন সায়াহ্নে মানবতার রূপ) গ্রন্থেরও স্বার্থক অনুবাদক মাওলানা মুহিউদ্দিন খান রহ.। গ্রন্থটির অনুবাদ আরো দু'টি হলেও পাঠকের হৃদয় স্পর্শ করেছে মাওলানা খান সাহেব রহ.-এর অনুবাদই। এমন একটি বক্তব্য ফুটে উঠেছে স্বমহিমায় ভাস্বর লেখক মাওলানা উবায়দুর রহমান খান নদভীর ‘প্রিয় পদরেখা' গ্রন্থের ‘বটবৃক্ষের ছায়ায়’ প্রবন্ধে। আল্লামা বদরে আলম মিরাঠি রহ. কর্তৃক লিখিত হাদিস সংকলন ‘তরজুমানুস সুন্নাহ'-এর অনুবাদও তিনি করেন। 

মুসলিম শরিফ থেকে সংকলিত নির্বাচিত হাদিসের একটি উর্দু অনুবাদও তিনি বাংলায় তরজমা করেন। যা প্রথমে মাসিক মদীনায় ধারাবাহিকভাবে ছাপা হয়। আরবি জানা ও বুঝার জন্য আরবি-বাংলা ও বাংলা আরবি অভিধানের গুরুত্ব অনেক বেশি। তাই তিনি ‘আল কাউসার’ নামক অভিধান রচনা, সম্পাদনা ও প্রকাশ করে এ শূন্যতা পূরণ করেন। ইলমে তাসাওউফের ওপর কয়েকটি মৌলিক গ্রন্থও তিনি অনুবাদ করেন।

এছাড়াও সিরাতবিষয়ক ও অনুবাদশীর্ষক ঐতিহাসিক আরো অনেক গ্রন্থ তিনি রচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘স্বপ্নযোগে রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম’ ‘হৃদয় তীর্থ মদিনার পথে' ‘উসওয়ায়ে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম’ ‘প্রিয়নবির অন্তরঙ্গ জীবন' ‘প্রিয়নবির প্রিয় প্রসঙ্গ’ ‘শাওয়াহিদুন নবুওয়্যাহ’ ‘রওজা শরিফের ইতিকথা' ‘হাদিসে রাসুল’ ‘তাজরিদুল বোখারি’ ‘আল-মোরশিদুল আমিন’ ‘চেরাগে মোহাম্মদ’ ‘মোমিনের জীবনযাপন পদ্ধতি’ ‘প্রিয়তম নবির প্রিয় সুন্নতসমূহ'-সহ প্রায় দুই শতাধিক মৌলিক ও অনুবাদগ্রন্থ তিনি পাঠকদের উপহার দেন।

সিরাতচর্চার পথিকৃৎ

বাংলাভাষায় সিরাতচর্চার পথিকৃৎ ছিলেন মাওলানা মুহিউদ্দীন খান রহ.। মাসিক মদীনা, মুসলিম জাহান-এর সিরাতুন্নবি সংখ্যা বিশাল কলেবরে ঈদ সংখ্যার মতো প্রকাশ করতেন তিনি। তিনি মদীনা পাবলিকেশন্স-এর মাধ্যমে অসংখ্য সিরাতগ্রন্থ প্রকাশ করেন। রাসুলে পাক সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম-এর সিরাতচর্চায় বাংলাভাষায় তো বটেই, বিশ্ব সিরাতসাহিত্যেও তিনি নিজের যোগ্যতার সাক্ষর রেখে গেছেন।

সিরাত নিয়ে তার মহান কার্যক্রমের অন্যতম আরেকটি কাজ হলো জাতীয় সিরাত কমিটির প্রতিষ্ঠা। এর মাধ্যমে জাতীয়ভাবে সিরাতচর্চা, সিরাত সম্মেলন, জাতীয় সিরাত স্মারক প্রকাশ করা হয়। এ পর্যন্ত সিরাত স্মারক নামে প্রামাণ্য গ্রন্থ ছয় খণ্ডে প্রকাশিত হয়েছে। যা বাংলা সাহিত্যে এক বিশাল অবদান তৈরি করেছে।

আগ্রাসন প্রতিরোধ কমিটি মাওলানা মুহিউদ্দীন খান ছিলেন দেশ মাতৃকার এক জাগ্রত সিপাহসালার। এই আলোচিত সংগঠনটির মাধ্যমে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে তিনি প্রতিরোধ ও প্রতিবাদ করেছেন আজীবন। তার নেতৃত্বে এই অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ডানপন্থী বুদ্ধিজীবী লেখকদের একটি প্লাটফর্ম তৈরি করেছিলেন।

সমকালীন জিজ্ঞাসার জবাব

তিনি ছিলেন চলন্ত এক বিশ্বকোষ। ‘মাসিক মদীনা'কে ঘিরে তিনি যে প্রশ্নোত্তর বিভাগ চালু করেছিলেন তা ছিলো তার এক অমর জ্ঞানভাণ্ডার। প্রতি মাসে শতাধিক প্রশ্ন-উত্তর নিয়ে এই বিশাল আযোজন ছিলো মদীনা পত্রিকার মূল আকর্ষণ।

এককভাবে বিগত ৭০ বছর যাবত কয়েক লক্ষ প্রশ্নের উত্তর দিয়েছেন। মহাকাশ, বিজ্ঞান, ফিকাহ, কোরআন, হাদিস, মনীষা, বিভিন্ন সভ্যতা, এমন কোনো বিষয় নেই যার উত্তর তিনি দেননি। ‘সমকালীন জিজ্ঞাসার জবাব' নামে, যা শতাধিক খণ্ডে প্রকাশিত হয়েছে।

রাবেতা আল আদব

বিশ্ব ইসলামি সাহিত্য পরিষদের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। সৌদি আরবের রিয়াদকেন্দ্রিক আন্তজতিক এই সাহিত্য সংগঠনটির মাধ্যমে পুরো পৃথিবীতে সাহিত্যচর্চার ইসলামিক ধারার নবযুগের

সূচনা করে তিনি বিশ্ব দরবারে অমর হয়ে আছেন। রাবেতা আল আদবের মাধ্যমে তিনি পৃথিবীর প্রায় সবক'টি মুসলিম দেশ সফর করেছেন।

টিপাইমুখ লংমার্চ

নদী আগ্রাসন প্রতিরোধ কমিটি গঠন করে তিনিই প্রথম ভারতীয় নদী আগ্রাসন ও টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। তার নেতৃত্বে লাখো জনতার টিপাইমুখ বাঁধবিরোধী লংমার্চ তার জীবনের ঐতিহাসিক নেতৃত্বের সফলতা।

আনসারনগর কমপ্লেক্স

খান সাহেবের পিতা হাকিম আনসার উদ্দীন খানের নামে ময়মনসিংহের গফরগাঁও আনসারনগরে এক সুবিশাল শিক্ষা কার্যক্রম শুরু করে গেছেন। এতিমখানা, মাদরাসা, মহিলা মাদরাসা, ইসলামিক স্কুল, সেবা ট্রাস্ট, হাসপাতাল, মসজিদ, গণপাঠাগারসহ বহুমুখী কার্যক্রম বর্তমানে পরিচালিত হচ্ছে।

মহিউদ্দিন খান রহ. এর মৃত্যু

বিগত ২৫ জুন ২০১৬, শনিবার বিকেল সাড়ে ৬টায় তিনি ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

২৫ জুন ২০১৬ তারিখে তার মৃত্যুর পর এখনো মনে হয় তিনি আমাদের আকাশে চাঁদ হয়ে বেঁচে আছেন। আমাদের এই পৃথিবীর ধুলোবালি, আমাদের মতোই শৈশব, কৈশোরের খোকার জীবন বুকে নিয়ে, জীবনের বহুকৌণিক সীমাবদ্ধতার ভেতরেও তিনি একজন মুহিউদ্দীন খান হয়েছেন। একটি ইতিহাস হয়েছেন। আমাদের স্বপ্নাতুর মন আরেকবার প্রবলভাবে আলোড়িত হয় এসব চিন্তায়, একজন মুহিউদ্দীন খান হয়ে উঠবার পিপাসায়।

Rate This Article

Thanks for reading: মাওলানা মুহিউদ্দীন খান রহ: এর জীবনী। Maulana Muhiuddin Khan biography। alfamito blog , Sorry, my English is bad:)

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.