তাফসীরে জালালাইন সব খন্ড pdf । Tafsir Jalalain Bangla PDF Download

তাফসীরে জালালাইন সব খন্ড pdf । Tafsir Jalalain Bangla PDF Download । Alfamito Blog
Alfamito Blog
সূচিপত্র

প্রিয় পাঠক। আজ আমরা তাফসীরে জালালাইন কিতাবটির পিডিএফ ডাউনলোড লিংক শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমরা কিতাবটির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরব এবং তাফসীরে জালালাইনের লেখকদ্বয়ের পরিচিতি তুলে ধরব এবং এবং কিতাবটির ডাউনলোড লিংক শেয়ার করব।

তাফসীরে জালালাইন আরবি বাংলা pdf

তাফসীরে জালালাইন আরবি বাংলা pdf

নিচে আমরা তাফসীরে জালালাইন বাংলা ইসলামিয়া কুতুবখানা প্রকাশিত পিডিএফ ডাউনলোড লিংক শেয়ার করব। তার পূর্বে তাফসীরে জালালাইনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হবে।

তাফসীরে জালালিনের সংক্ষিপ্ত পরিচিতি

পৃথিবীর বিভিন্ন ভাষায় পবিত্র কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ বা তাফসীর বহু পূর্বেই রচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আল্লামা জালালুদ্দীন সুয়ূতী ও আল্লামা জালালুদ্দীন মহল্লী (র.) কর্তৃক রচিত সংক্ষিপ্ত ধাঁচের তাফসীর হচ্ছে ‘তাফসীরুল জালালাইন' ।

রচনাকাল থেকেই সকল ধারার মাদরাসা ও কুরআন-গবেষণাকেন্দ্রে এ মূল্যবান তাফসীরটি সমভাবে সমাদৃত। কারণ, বাহ্যিক দিক থেকে এটি অতি সংক্ষিপ্ত তাফসীর হলেও গভীর দৃষ্টিতে দেখলে উপলব্ধি করা যায় যে, এটি সকল তাফসীরের সারনির্যাস। উপমহাদেশে বিশেষত বাংলাদেশের সকল কওমী মাদ্রাসাগুলোতে খুবই গুরুত্ব সহকারে জালালাইন শরীফের দরস প্রদান করা হয়। পাশাপাশি সরকারি মাদ্রাসাগুলোতে ফাযিল (স্নাতক) পর্যায়ে এ গ্রন্থটির পাঠ দান করা হয় ।

তাফসীরে জালালাইনের বৈশিষ্ট্যসমুহ : 

আল্লামা সুয়ূতী (র.) তাঁর ভূমিকায় তাফসীরে জালালাইনের বেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন । নিম্নে তা উল্লেখ করা হলো-

১. সহজ ও সংক্ষিপ্তভাবে কুরআনের বক্তব্যের ব্যাখ্যা করা ।

২. যে কোনো বিষয়ে শুধুমাত্র নির্ভরযোগ্য অভিমতটি উল্লেখ করা ।

৩. প্রয়োজনীয় তারকীব উল্লেখ করা ।

৪. কেরাতের পার্থক্য নির্ণয় করা ।

৫. অনির্ভরযোগ্য অভিমত উল্লেখ না করে বক্তব্য সংক্ষিপ্ত রাখা ।

তাফসীরে জালালাইনের উৎসগ্রন্থসমূহ : 

আল্লামা মহল্লী (র.) তাফসীরের ক্ষেত্রে আল্লামা মুওয়াফফাকুদ্দীন আহমদ ইবনে ইউসুফ কাওয়াশী (র.) রচিত 'তাফসীরে সগীর' থেকে সাহায্য নিয়েছেন । তবে আল্লামা সুয়ূতী (র.) বহু তাফসীরগ্রন্থ উৎস হিসেবে গ্রহণ করেছেন। এর সাথে উল্লেখযোগ্য হলো- আল্লামা মুয়াফফাকুদ্দীন রচিত তাফসীরে বায়যাভী, তাফসীরে ইবনে কাসীর এবং আবূ মুহাম্মদ আন্দালুসী (র.) রচিত তাফসির গ্রন্থ।

আল্লামা মহল্লী ও সুয়ূতী (র.)-এর রচনাশৈলীর তুলনা

আল্লামা সুয়ূতী (র.) তাফসীরটি পূর্ণ করার ক্ষেত্রে আল্লামা মহল্লী (র.)-এর রচনাশৈলীর অনুসরণ করেছেন। তবে কিছু ক্ষেত্রে আল্লামা সুয়ূতী (র.) আল্লামা মহল্লী (র.)-এর পদ্ধতির বিপরীত করেছেন । প্রায় দশটি স্থানে তিনি এমনটি করেছেন । 

তাফসীরে জালালাইন বাংলা pdf download

তাফসীরে জালালাইন বাংলা ইসলামিয়া কুতুবখানা pdf। আমরা ইসলামিয়া কুতুবখানা প্রকাশিত তাফসীরে জালালাইন এর বাংলা গ্রন্থটির পিডিএফ ডাউনলোড লিংক নিচে শেয়ার করছি। ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত তাফসীরে জালালাইন গ্রন্থেটি মোট সাত খন্ডে বিভক্ত। আপনি সহজেই তাফসীরে জালালাইনের যে কোন খন্ড এখান থেকে ডাউনলোড করতে পারেন।

তাফসীরে জালালাইন ১ তাফসীরে জালালাইন ২ তাফসীরে জালালাইন ৩ তাফসীরে জালালাইন ৫ তাফসীরে জালালাইন ৬

তাফসীরে জালালাইনের মুসান্নিফের (গ্রন্থকার) জীবনী

তাফসীরে জালালাইন এর লেখক কে? তাফসীরে জালালাইন মোট দুইজন প্রসিদ্ধ লিখক ও আলিম রচনা করেছেন। উনাদের দুজনের সংক্ষিপ্ত পরিচিতি নিচে তুলে ধরা হলো।

ইমাম মহল্লী (র.)-এর জীবনী

নাম ও বংশ : 

তাঁর নাম হলো মুহাম্মদ । উপনাম হলো আবূ আব্দুল্লাহ । পিতার নাম হলো শিহাবুদ্দীন আহমদ । তাঁর পূর্ণ বংশতালিকা হলো- আবূ আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে শিহাবুদ্দীন আহমদ ইবনে কামালুদ্দীন মুহাম্মদ ইবনে ইবরাহীম ইবনে আহমদ ইবনে হাশেম আল-আব্বাসী জালালুদ্দীন আল-মহল্লী । 

মহল্লী শব্দটি মিসরের غربيه অঞ্চলের المحله الكبرى এলাকার দিকে নিসবত । তাঁর বংশীয় পূর্বপুরুষ المحله الكبرى থেকে আসার কারণে তাঁকে ‘মহল্লী' বলা হয় । তাছাড়া কায়রোতে জন্মগ্রহণের কারণে তাঁকে القاهري -ও বলা হয় ।

জন্ম 

আল্লামা জালাল মহল্লী (র.) ৭৯১ হিজরির ১ শাওয়াল মোতাবেক ১৩৮৯ খ্রিষ্টাব্দে মিসরের কায়রোতে জন্মগ্রহণ করেন । 

শিক্ষাজীবন ও শিক্ষকবৃন্দ

আল্লামা সাখাভী (র.) বলেন, আল্লামা জালাল মহল্লী (র.) কায়রোতে বড় হয়েছেন । সেখানেই তিনি কুরআন, ফিকহ, উসূলে ফিকহ, আরবি ভাষা ও সাহিত্য, ফারায়েয, গণিত, যুক্তি-তর্কবিদ্যা ও উলূমুল হাদীস শিক্ষা করেন । তিনি ফিকহ, উসূলে ফিকহ ও আরবি ভাষা পড়েন শামসুদ্দীন বারমাওয়ী (র.)-এর কাছে । এছাড়া তিনি জালাল বালকীনী ও ইবরাহীম বাইজুরী (র.) থেকে ফিকহ অর্জন করেন । 

তিনি ইবনে জামায়া (র.) থেকে উসূলে ফিকহ, শিহাব ওজায়মী ও শামস শাতনূফী থেকে আরবি ব্যাকরণ, নাসিরুদ্দীন ইবনে আনাস হানাফী (র.) থেকে ফারায়েয ও গণিত, বদর আল-আকসারায়ী থেকে মানতিক ও বালাগাত, বিসাতী (র.) থেকে তাফসীর এবং ওয়ালী ইরাকী ও ইবনে হাজার আসকালানী (র.) থেকে হাদীস শিক্ষা করেন ।

উল্লিখিত ব্যক্তিবর্গ ছাড়াও তিনি আরো অনেকের কাছ থেকেও ইলম অর্জন করেছেন । 

ইলমী অবস্থান 

আল্লামা মহল্লী (র.) বিভিন্ন শাস্ত্রে সমকালীন আলেমগণের শিরোমণি ছিলেন । আল্লামা ইবনুল ইমাদ হাম্বলী (র.) তাঁর বর্ণনা দিতে গিয়ে তাঁকে تفتزاني العرب বলে উল্লেখ করেছেন ।

মৃত্যু 

৮৬৩ হিজরির রমজান মাসের মাঝামাঝি সময়ে তিনি উদরাময়ে আক্রান্ত হন । অবশেষে ৮৬৫ হিজরির পহেলা মহররম তিনি ইন্তেকাল করেন । মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭১ বছর । বাবুন নাসর ঈদগাহে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয় ।

ইমাম সুয়ূতী (র.)-এর জীবনী

নাম ও বংশ 

তার পরিপূর্ণ নাম হলো, জালালুদ্দীন আবুল ফযল আব্দুর রহমান ইবনে আবূ বকর ইবনে মুহাম্মদ ইবনে সাবিকুদ্দীন ইবনে ওসমান ইবনে নাসিরুদ্দীন আল-খুযাইরী আস-সুয়ূতী (র.) । জন্মের পর তাঁর পিতা তাঁর নাম রাখেন আব্দুর রহমান এবং তাঁর উপাধি রাখেন জালালুদ্দীন । পরবর্তীকালে আল্লামা সুয়ূতী (র.)-এর শায়খ কাজী ইযযুদ্দীন আহমদ আল-কেলানী (র.) তাঁর কুনিয়াত দেন আবুল ফযল । খুযাইরী হলো বাগদাদের খুযাইরিয়্যাহ নামক এলাকার দিকে নিসবত । সুয়ূতী হলো মিসরের একটি অঞ্চলের সুয়ূত -এর দিকে নিসবত। 

জন্ম 

তিনি ৮৪৯ হিজরির ১ রজব মোতাবেক ১৪৪৫ খ্রিষ্টাব্দের অক্টোবর, শনিবার মাগরিবের পর মিসরের কায়রোতে জন্মগ্রহণ করেন । [আল-ফাতহুর রব্বানী : পৃষ্ঠা ২৮৬]

পরিবার 

আল্লামা সুয়ূতী (র.) -এর ভূমিকায় নিজের পরিবার সম্পর্কে বলেন যে, তাঁর ঊর্ধ্বতন পূর্বপুরুষ ছিলেন সুফী। পরবর্তীকালে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র তাঁর বাবাই আলেম ছিলেন । নাহু- সরফসহ বিভিন্ন বিষয়ে তাঁর বাবার রচিত গ্রন্থ রয়েছে । সুয়ূতী (র.)-এর মাতা সম্পর্কে তেমন কিছু জানা যায় না । কারণ, আল্লামা সুয়ূতী (র.) নিজের জবানিতে মায়ের কথা উল্লেখ করেননি । তবে আল্লামা সাখাভী (র.) বলেন, তাঁর মাতা তুর্কী বংশোদ্ভূত ছিলেন । ইমাম সুয়ূতী (র.)-এর জন্মকালে তাঁর বাবার বয়স ছিল ৫০ বছর ।

শিক্ষাজীবন ও শিক্ষকবৃন্দ 

আল্লামা সুয়ূতী (র.)-এর বয়স ছয় বছর হওয়ার আগেই তাঁর পিতা মৃত্যুবরণ করেন । মৃত্যুর আগে তিনি আল্লামা সুয়ূতীর লালনপালনের দায়িত্ব আল্লামা কামাল ইবনুল হুমামকে দিয়ে যান । আল্লামা সুয়ূতী (র.) নয় বছর বয়সে পবিত্র কুরআন শরীফের হিফজ সম্পন্ন করেন । এরপর নাহু ও ফিকহের বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করেন । যেমন— ইমাম নববী রচিত আল- মিনহাজ, উমদাতুল আহকাম, আলফিয়াতু ইবনি মালেক ইত্যাদি । ১৫ বছর বয়সেই তিনি বিভিন্ন শাস্ত্রের ইলম হাসিল করেন । তিনি বহু শায়েখ থেকে ফিকহ ও নাহু শিখেন । তাঁদের মাঝে উল্লেযোগ্য হলেন, মুহাম্মদ ইবনে মূসা হানাফী, ইবনুল ফালাতী (র.) প্রমুখ । 

সফরসমূহ 

ইলম অর্জনের জন্যে তিনি মিসরের বাইরে বহু দেশ সফর করেন । মিসরের ভিতরে তিনি দিমইয়াত, আলেকজান্দ্রিয়া,

মাহাল্লা ও ফাইয়ুম অঞ্চলে সফর করেন । আর মিসরের বাইরে তিনি শাম, ইয়েমেন, ভারতবর্ষ, মাগরিব সফর করেন ।

কর্মজীবন 

আল্লামা সুয়ূতী (র.) মাত্র ১৭ বছর বয়সে ৮৬৬ হিজরিতে আরবি ভাষায় শিক্ষকতা শুরু করেন । এ বয়সেই তিনি ব্যাখ্যা সংক্রান্ত একটি গ্রন্থ রচনা করেন । এটিই তাঁর রচিত প্রথম গ্রন্থ । ৮৭২ হিজরি থেকে তিনি ইবনে তুলুন মসজিদে হাদীসের দরস প্রদান শুরু করেন । 

তিনি প্রতি শুক্রবার জুমার পর সেই মসজিদে হাদীসের দরস প্রদান করতেন । ৮৬৭ হিজরিতে তিনি শায়খ বালকীনী থেকে দরস ও ফতোয়া প্রদানের ইজাযত অর্জন করেন । এরপরই তিনি শাইখুনিয়াতে ফিকহের শিক্ষক হিসেবে যোগদান করেন । এ সময় তাঁর বয়স ছিল মাত্র ২৭ বছর । ৮৭৭ হিজরিতে তিনি শাইখুনিয়াতে হাদীসেরও অধ্যাপনা শুরু করেন । তিনি এসবের পাশাপাশি ফারাকা অঞ্চলের একটি খানকাহের সাথেও সংশ্লিষ্ট ছিলেন । 

৪০ বছর বয়স পর্যন্ত তিনি এসব দায়িত্ব পালন করেন । এরপর তিনি দুনিয়াবিমুখ হয়ে এসব দায়িত্ব ছেড়ে দেওয়া শুরু করেন । ৮১১ হিজরিতে তিনি বাইবার্সিয়া খানকাহের দায়িত্ব পান । ৯০০ হিজরির পর তিনি এসব দায়িত্ব একেবারেই ছেড়ে দেন এবং ইবাদত ও গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন । তিনি haji asg, নামক স্থানে অবস্থান শুরু করেন এবং মৃত্যু পর্যন্ত সেখানেই থাকেন ।

মৃত্যু 

আল্লামা সুয়ূতী (র.) ৯১১ হিজরির ১৯ জমাদিউল আউয়াল মোতাবেক ১৫০৫ খ্রিষ্টাব্দের ১৮ অক্টোবর শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন । এ সময় তাঁর বয়স হয়েছিল ৬১ বছর । তাঁকে ১০ নামক স্থানে দাফন করা হয় ।

(তথ্যসূত্র: তাফসীরে জালালাইন ব্যাখ্যাগ্রন্থ। ১/১৪৩)

শেষ কথা 

আশা করি আমরা তাফসীরে জালালাইনের যে পিডিএফ ডাউনলোড লিংক শেয়ার করেছি, তা থেকে আপনারা সহজেই কিতাব গুলো ডাউনলোড করতে পেরেছেন। এখানে ডাউনলোড করতে একটু প্রসেসিং হয়, ১০ - ২০ সেকেন্ডের মত সময় লাগে। 

আশা করি ডাউনলোড করতে আপনাদের কোন ধরনের কোন সমস্যা হবে না। কোন প্রবলেম ফেস করতে হবে না। সম্পূর্ণ ফ্রিতেই সুন্দর UI-তে আপনি পিডিএফ গুলোর ডাউনলোড করতে পেরেছেন। যদি কোন লিংকে কোন সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানান কিংবা সরাসরি আমাদেরকে ই-মেইল করুন। আপনার সকল সমস্যা সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ।

Rate This Article

Thanks for reading: তাফসীরে জালালাইন সব খন্ড pdf । Tafsir Jalalain Bangla PDF Download , Sorry, my English is bad:)

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.