সূচিপত্র
প্রিয় পাঠক আজ আমরা "১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া" বইটির pdf ডাউনলোড লিংক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বইটির মার্কেটিং শিখতে আগ্রহীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় আশা করি ভালো লাগবে। নিচে আমরা বইটির পিডিএফ ডাউনলোড লিংক শেয়ার করেছি।
অনলাইনে পড়ুন ক্লিক করুন ফ্রী ডাউনলোড ক্লিক করুন
১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া PDF
নিচে আমরা ১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া বইটির pdf ডাউনলোড লিংক শেয়ার করব। যা লিখেছেন জিম ব্লাউথ। এর পূর্বে আমরা বইটির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি।
প্রশ্ন | উত্তর |
---|---|
নাম | ১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া |
লেখক | জিম ব্লাউথ |
অনুবাদক | এম এস আই সোহান ও হাসান আজিজ |
প্রকাশনী | নন্দন প্রকাশনী |
Edition | ,,,,,, |
ভাষা | বাংলা |
ISBN | 978-984-96426-8-8 |
পৃষ্ঠা সংখ্যা | ৩৯৬ পৃষ্ঠা |
ফরম্যাট | |
সাইজ | ২৮ MB |
১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া বইটির পরিচিতি
বিক্রির উদ্দেশ্যে তৈরি যেকোনো পণ্য উৎপাদনের শুরু থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত মার্কেটিং করতে হয়। পণ্যের উৎপাদনকারী বা উদ্যোক্তা বৃদ্ধিসহ বিভিন্ন কারণে মার্কেটিং-এর ধরনেও আসতে থাকে ধাপে ধাপে পরিবর্তন। কালের পরিক্রমায় মার্কেটিং প্লাটফর্মে যেমন অনেক পরিবর্তন এসেছে তেমনি মানুষের রুচি পরিবর্তনের সাথে সাথে মার্কেটিং-এর ধরনেও আসবে আরো পরিবর্তন।
মার্কেটিং কাজটি যেমন চ্যালেঞ্জিং তেমনি ক্রিয়েটিভ। এর মাধ্যমে বিভিন্ন চিন্তা-ভাবনা এবং রুচির মানুষদের মন জয় করতে হয়। এ কঠিন কাজটি করতে হলে বিভিন্ন শ্রেণি ও বয়সের মানুষের রুচি নিয়ে প্রচুর নলেজ থাকতে হবে। জ্ঞান বৃদ্ধির জন্য মার্কেটিং এক্সপার্টদের মার্কেটিং বিষয়ক বইপত্র পড়ার বিকল্প নেই। তারই প্রয়াস হিসেবে এ বইটি লেখা হয়েছে।
আগেই বলেছি, মার্কেটিং গুরুত্বপূর্ণ এবং ক্রিয়েটিভ একটি কাজ। এ বইটিতে মার্কেটিং-এর ১০০টি ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে কথা বলা হয়েছে। আপনি এমন অনেক আইডিয়া খুজে পাবেন, যা হয়তো কখনো আপনার ভাবনাতেই আসেনি।
বাজারজাতকরণের এমন ১০০টি ক্রিয়েটিভ আইডিয়া আপনি এক জায়গাতে পাচ্ছেন, যা আপনার চিন্তাভাবনাকে সমৃদ্ধ করবে বহুগুণে। বইয়ের প্রতিটি আইডিয়ার সাথে বিশ্বের প্রতিষ্ঠিত ব্র্যান্ডসমূহের ব্যবহৃত মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো কেস স্টাডি হিসেবে যুক্ত করা হয়েছে।
পাশাপাশি আপনি কীভাবে তা আপনার উদ্যোগে প্রয়োগ করবেন সেটাও পয়েন্ট আকারে উল্লেখ করা হয়েছে। আপনি মার্কেটার, উদ্যোক্তা, ব্যবসায়ী, চাকরিজীবী—যাই হোন না কেন, নিঃসন্দেহে বইটি আপনার ভ্যালু বাড়িয়ে দেবে কয়েকগুণ।
করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় সামলাতে অনেকেই ফেসবুককেন্দ্রিক উদ্যোক্তা হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উদ্যোক্তা বেড়ে যাওয়া সামগ্রিক অর্থনীতির জন্য একটি শুভ লক্ষণ।
কিন্তু এতে প্রতিযোগীতাও বেড়ে যাচ্ছে। তাই এতদিন গতানুগতিক ধারায় যারা ব্যবসা পরিচালনা করে আসছেন,
তাদের অনেকেরই পূর্বের চেয়ে বিক্রি অনেক কমে যাবে, বেড়ে যাবে হতাশা। তবে উদ্যোগ থেকে পিছিয়ে না এসে বরং হতাশাকে ঝেড়ে ফেলতে হবে। সমস্যার সঠিক সমাধানে মনোযোগ বৃদ্ধি করলে উদ্যোক্তারা দীর্ঘ সময়ের জন্য উপকৃত হবেন।
উদ্যোক্তা বৃদ্ধিতে যে প্রতিযোগীতা বেড়ে গেল, তার সমাধানে মার্কেটিং-এ হতে হবে ক্রিয়েটিভ ও দক্ষ। দক্ষতা বৃদ্ধি ও প্রতিযোগীতার বাজারে টিকে থাকতে এ বইয়ের ক্রিয়েটিভ আইডিয়া এবং মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো প্রত্যেক উদ্যোক্তার জন্য অত্যন্ত সহায়ক হবে।
মার্কেটিংয়ের সাথে জড়িত সবাইকে স্মরণে রাখা উচিত, ১০০টি ব্র্যান্ডের একই ধরনের পণ্য প্রচারের ধরন যদি একই রকম হয় তাহলে সেই মেসেজ ভোক্তার দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হবে।
আর বিক্রি তখনই কমে যায়। তাই যখনই বুঝবেন, আপনার কন্টেন্ট সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হচ্ছে, তখনই এই বইটির কথা মনে করবেন। বইয়ের আইডিয়াগুলো আরেকবার পড়ে ফেলবেন। ১০০টি আইডিয়ার যেকোনো একটি নিজের ব্রান্ডের সাথে মিলিয়ে প্রয়োজনীয় পরিবর্তনটুকু এনে প্রয়োগ শুরু করে দিন আর ফলাফল উপভোগ করুন। অর্থাৎ এটি একবার পড়ে রেখে দেওয়ার মতো বই না।
কিছুদিন পর পর পুরো বইটি একবার করে পড়ে ফেলুন। বইটিকে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর মেন্টর হিসেবে ভাবতে পারলে সফলতা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না আশা করি।
বইটির মূল লেখক জিম ব্লাইথ প্রচুর গবেষণা করে বইটি লিখেছেন। তাঁর এই কাজের জন্য একজন মার্কেটার হিসেবে লেখকের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতাবোধ করছি। একদম নতুন উদ্যোক্তা ও মার্কেটারসহ সবার কাছে সহজবোধ্য করার জন্য যথেষ্ট যত্নসহকারে, সময় নিয়ে বইটির সাবলীল অনুবাদ করা হয়েছে।
আশা করি, যারা ইংরেজি বই পড়তে স্বস্তিবোধ করেন না, তারা এ উদ্যোগকে সাদরে গ্রহণ করবেন এবং নতুন উদ্যোক্তাদের বইটি পড়তে উৎসাহিত করবেন।
ছোট ছোট উদ্যোক্তারা একদিন বড় উদ্যোক্তা হবেন এবং সামগ্রিক অর্থনীতিতে অত্যন্ত বড় ভুমিকা রাখবেন—এ প্রত্যাশাতেই বইটি আপনাদের হাতে তুলে দেয়ার প্রয়াস। যদি বইটি পণ্য বিক্রি এবং উদ্যোক্তাদের মনোবল বৃদ্ধিতে ভুমিকা রাখতে পারে, তাহলেই আমাদের শ্রম স্বার্থক হবে।
১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া PDF Download
আমরা ১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া বইটির বাংলা পিডিএফ ডাউনলোড লিংক শেয়ার করব। আমরা যেই সংস্করণটি শেয়ার করছি তা নন্দন প্রকাশন থেকে প্রকাশিত। আর অনুবাদ করেছেন এস এম সোহান ও হাসান আজিজ। তো নিচে বইয়ের লিংক দেয়া হলো আপনারা সহজেই ডাউনলোড করে নিন কিংবা চাইলে অনলাইনে পড়তে পারেন।
leer online
শেষ কথা
আশা করি আমরা ১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া এর যে PDF ডাউনলোড লিংক শেয়ার করেছি, তা থেকে আপনারা সহজেই কিতাব গুলো ডাউনলোড করতে পেরেছেন। এখানে ডাউনলোড করতে একটু প্রসেসিং হয়, ১০ - ২০ সেকেন্ডের মত সময় লাগতে পারে।
আশা করি ডাউনলোড করতে আপনাদের কোন ধরনের কোন সমস্যা হবে না। কোন প্রবলেম ফেস করতে হবে না। সম্পূর্ণ ফ্রিতেই সুন্দর UI-তে আপনি পিডিএফ গুলোর ডাউনলোড করতে পেরেছেন। যদি কোন লিংকে কোন সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানান কিংবা সরাসরি আমাদেরকে ই-মেইল করুন। আপনার সকল সমস্যা সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ।
Rate This Article
Thanks for reading: ১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া pdf বই ডাউনলোড, Sorry, my English is bad:)